আপন নিউজ অফিস।। কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. হাসান গাজী (৩৫) বাবার সামনে দুই হাতের কব্জি বরাবর রগ কেটে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বাসস্ট্যান্ডের চৌরাস্তায় হাসান গাজীকে তার বাবার সামনেই বেধড়ক কোপানো হয়েছে। হাসান তার বাবার সঙ্গে পূর্ব চাকামইয়া গ্রামের বাড়িতে যাচ্ছিল। হাসানকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত হাসান গাজীর বাবা আ. খালেক গাজী জানান, ছেলেকেসহ বাড়ি যাওয়ার পথে কলাপাড়া বাসস্ট্যান্ডের চৌরাস্তায় হাসানের উপর আবির বাহিনী সশস্ত্র হামলা চালায়। তাকে এলোপাথারি কুপিয়ে মারত্মক জখম করে। ছেলেকে রক্ষা করতে গেলে তার উপর হামলে পরে মারধর করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা তার পকেটে থাকা নগদ ১ লক্ষা টাকা নিয়ে যায় বলে তিনি দাবি করেন।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক কামরুন্নাহার মিলি জানান হাসানের দুই হাতের কব্জি বরাবর রগ কেটে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান আশিক তালুকদার জানান দুই গ্রুপের কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। গুরুতর আহত হাসানকে বরিশাল প্রেরণ করা হয়েছে।