চঞ্চল সাহা।। কলাপাড়ায় মাস্ক না পড়া এবং মোটর সাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৭ জনকে এক হাজার ৮০০ টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে পৌরশহরের নতুন বাজার এবং সদর রোড এলাকায় পথচারীদের এ জরিমানা করা হয়।
অর্থদন্ড প্রাপ্ত ১৬ জন পথচারীকে মাস্ক না পড়ার কারনে জন প্রতি ৫০ টাকা করে এবং মোটর সাইকেল চালক কে তার ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অপর ৫০ জন পথচারীকে বিনামূল্যে একটি করে মাস্ক বিতরন করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) জগৎবন্ধু মন্ডল।