বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। উপজেলার চাকামইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসান গাজী (৩৫) বাবার সামনে দুই হাতের কব্জি বরাবর রগ কাটার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
রোববার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমুকে প্রধান আসামী করে ১৫ জনের নামে মামলা করেন গুরুতর জখম হওয়া হাসান গাজীর পিতা মো. আ. খালেক গাজী। এছাড়া মামলায় ৭/৮ জনকে অজ্ঞাত আসামী রাখা হয়েছে। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি।
আ. খালেক গাজী’র দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, আসামীদের সাথে স্থানীয় ভাবে তাদের বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের কারনে শহর থেকে গরু বিক্রির টাকা নিয়ে ছেলেকেসহ বাড়ি যাওয়ার পথে কলাপাড়া বাসস্ট্যান্ডের চৌরাস্তায় পৌছালে হত্যার উদ্দেশ্যে হাসানের উপর সশস্ত্র হামলা চালায় আসামীরা। তাকে এলোপাথারি কুপিয়ে মারত্মক জখম করে। তিনি ছেলেকে রক্ষা করতে গেলে তার উপর হামলে পরে মারধর করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা তার পকেটে থাকা গরু বিক্রির টাকা নগদ ১ লক্ষ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান জানান, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে (২৪ জুন) চাকামইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসান গাজী (৩৫) বাবার সামনে দুই হাতের কব্জি বরাবর রগ কেটে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা। বাস স্ট্যান্ডের চৌরাস্তায় হাসানকে তার বাবার সামনেই বেধড়ক কোপানো হয়েছে। হাসান তার বাবার সঙ্গে পূর্ব চাকামইয়া গ্রামের বাড়িতে যাচ্ছিল। স্থানীয়রা তাকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে সে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।