সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে এ আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. অলিউল ইসলাম, গলাচিপা প্রেসক্লাবের সভাতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
বক্তারা করোনা মোকাবেলায় সকল দিক নির্দেশকমূলক কথা খোলামেলা আলোচনা করেন।