মোঃ জুলহাস মোল্লা।। কলাপাড়ায় পৌরসভার সবুজবাগ এলাকার খাদ্য বিভাগের সাবেক খাদ্য পরিদর্শক অবসরপ্রাপ্ত মোঃ নুরুল ইসলাম (৭৭) মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজ বাদ পৌরশহরের ১৯টি মসজিদ গুলোতে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মোঃ নুরুল ইসলাম (২৬জুন, শনিবার) রাত সাড়ে দশটায় হঠাৎ অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস্যক তাকে উন্নত চিকিস্যার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা হলে পটুয়াখালী নিয়ে আসার পর, পটুয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার দুপুর দুইটায় কলাপাড়া এতিমখানা জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে ওই পৌরসভার এতিমখানা কবরস্থানে দাফন করা হয়।