গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি।। গলাচিপায় লিকন মোল্লা (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার চরকাজল ইউনিয়নের বড় চরকাজল গ্রামে। লিকন ওই গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে।
গলাচিপা থানা পুলিশ শনিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, লিকন মাদকাসক্ত ছিল। তাই হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।