আপন নিউজ রিপোর্ট।। করোনা ভাইরাসে কলাপাড়ায় শনিবার (৩ জুলাই) নতুন করে কলাপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ হাসানুর রহমান রিমু সহ ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৪ জনেই রিপোর্ট পজিটিভ এসেছে।
এরা হলেন, কলাপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ হাসানুর রহমান রিমু (৪০), কলাপাড়া হাসপাতালের কালাম (৩৮), এতিমখানার মাহাতাপ উদ্দিন (৫০), উপজেলার টিয়াখালী ইউনিয়নের মুন্নি (৪৫), চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালীর রুস্তুম মৃধা (৮৬), পূর্বমধুখালীর আলাউদ্দিন (৩০), তাপবিদ্যুৎ কেন্দ্রের গোলাম সরোয়ার (২৯),পায়রা বন্দরের জাকারিয়া (২১), নেয়ামুল (৩২), মমিনুল ইসলাম (৩০),ফয়সাল (৩০), ওবায়দুল কাদের (২৬) আলামিন (৩০) ও মিলন কান্তি (৩৫), নরিফিল, রুপসা, খুলনা।