আপন নিউজ অফিস।। কলাপাড়ায় রোববার ১৩ জনের নমুনা পরীক্ষায় ১২ জনই করোনা শনাক্ত হয়েছে। কলাপাড়া স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
লকডাউনের তৃতীয় দিনে শনিবার ১৪ জনের নমুনা পরীক্ষায় সকলের করোনা শনাক্ত হয়।
এর আগের দিন শুক্রবার ৬ জনের নমুনা পরীক্ষায় ৬ জনই করোনা শনাক্ত হয়। ফলে মানুষ শঙ্কিত রয়েছেন। কারণ টানা তিন দিন ৩৩ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন করোনা শনাক্তে উৎকন্ঠায় রয়েছে সচেতন মানুষ।
এদিকে পরীক্ষা ছাড়া অসংখ্য মানুষ সর্দি জ্বরে আক্রান্ত হয়ে ঘরে অবস্থান করছেন। এ নিয়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের প্রথম দিন থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান রয়েছে। রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর টহল।