প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৮:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২০, ৫:৪২ অপরাহ্ণ
কলাপাড়ায় দিনের বেলা পুকুরের মাছ বসতঘরে সশস্ত্র হামলা লুটপাট

বিশেষ প্রতিবেদকঃ
মাছ ধরার জন্য পুকুর সেচ দিল মোশারেফ হোসেন মুন্সী অথচ মাছ ধরে নিল সোহাগ মুন্সি, ফরিদ মুন্সী, মামুন মুন্সী, হামজাল মুন্সীসহ প্রতিপক্ষরা। প্রকাশ্য দিনের বেলা প্রায় দেড় লাখ টাকার মাছ লুটে নেয়ার ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।
উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ঘটনা। মোশারেফ হোসেন জানান, তিনি তার বাড়ির সামনের পুকুরের মাছ ধরার জন্য সেচ দিচ্ছিলেন। পানি কমে যাওয়ার এক পর্যায়ে আসামিরা রড, লাঠি, জাল, বস্তা নিয়ে পুকুর থেকে রুই, কাতলা, কোরালসহ অন্তত এক লাখ ৪০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায়।
শুধুু তাই নয় মাছ নেয়ার সময় বাধা দেয়া এবং থানায় খবর দেয়ার কারণে সন্ধ্যায় বসতঘরে ঢুকে সশস্ত্র ওই চক্র লুটপাট চালায়। নিয়ে নেয় টাকা পয়সা মালামাল। এসময় সন্ত্রাসী ওই চক্রের হামলা মারধরে আহত হয়েছেন আফরোজা বেগম ও বেলি বেগম। বৃহস্পতিবার বিকেলে ও সন্ধ্যার এ ঘটনায় শুক্রবার কলাপাড়া থানায় একটি মামলা করেছেন মোশারফ মোল্লা। মোশারেফ মুন্সির গোটা পরিবার আছেন এখন আতঙ্কের মধ্যে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.