সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় খেটে খাওয়া মানুষদের সহায়তা করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার। লকডাউনের ৫ম দিনে সোমবার দিনভর পৌর শহরের বিভিন্ন অলিগলিতে বৃদ্ধ, হতদরিদ্র, রিক্সা চালকদের মাঝে সহায়তা প্রদান করেন তিনি। কঠোর লকডাউনের মধ্যেও ক্ষুধার তাড়নায় কাজের সন্ধানে ঘর থেকে বের হয়েছেন ৬৫ বছরের এক বৃদ্ধ।
বৃদ্ধ অসহায় মানুষকে কাজ করতে দেখে তার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। শুধু বৃদ্ধ নয় অসহায় মানুষদের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, ‘কঠোর লকডাউনে’ সব থেকে বেশি কষ্ট ভোগ করেন নিম্নবিত্ত অসহায় মানুষজন। তাই তাদেরকে সহায়তা করা আমাদের সবার মানবিক দায়িত্ব।
পঞ্চম দিনের লকডাউনে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে লকডাউন না মানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা ও ৫টি মামলা দায়ের করেন।
অপরদিকে লকডাউন না মানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ৪ হাজার ৬ শত টাকা জরিমানা ও ৫টি মামলা দায়ের করেন।