সঞ্জিব দাস, গলাচিপা।। হাই ভোল্টেজ সোলারের শর্ট সার্কিটে স্পৃষ্ট হয়ে গলাচিপায় মিজানুর রহমান (৪৫) নামের এক দর্জির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের বুধবারের বাজার নামক স্থানে মঙ্গলবার দুপুরে।
চর বিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী জানান, ৪নং ওয়ার্ডের মো. জয়নাল গাজীর ছেলে মো. মিজানুর রহমান বুধবারের বাজারে দর্জির কাজ করত। মঙ্গলবার দুপুরে মিজানুর রহমান মেইন সুইচ থেকে ফ্যানের লাইন দিতে গিয়ে হাই ভোল্টেজ সোলারের শর্ট সার্কিটে স্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার ইসলাম জানান, অভিযোগ না করলে ময়নাতদন্ত না করেই লাশ দাফন করা যাবে।