আপন নিউজ ডেস্ক।। কলাপাড়ায় মঙ্গলবার (৬ জুলাই) ১৫ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন করোনা শনাক্ত হয়েছেন। টানা পাঁচদিন এখানে দুই দিন শতভাগ এবং তিনদিন পরীক্ষা বিবেচনায় ৯০ ভাগের উপরে করোনা রোগী শনাক্ত হলেও শনাক্ত হওয়া কোন রোগীর বাড়ি লকডাউনের আওতায় আনা হয়নি। ফলে করোনা আক্রান্তরাও শহরে ঘুরছে দেদার।
প্রশাসন এবং জনপ্রতিনিধিদের চরম উদাসীনতায় এসব হচ্ছে। তবে শহরের হাটবাজারে প্রতিদিন ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে।
মঙ্গলবার করোনা বিধি নিষেধ উপেক্ষার জন্য ৩৩ ব্যক্তি প্রতিষ্ঠানকে ৩১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
কলাপাড়া পৌরশহরে এবং কুয়াকাটা, মহিপুর, আলীপুরে মোবাইল কোর্টের অভিযানে হাট-বাজার নিয়ন্ত্রিত রয়েছে। কিন্তু ইউনিয়ন পর্যায়ের হাট-বাজারগুলো বন্ধে জনপ্রতিনিধিরা চরম উদাসীন রয়েছে।