আপন নিউজ অফিস।। কলাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আর্শেদ সিকদার বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন।
বুধবার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আর্শেদ সিকদার ইন্তেকাল করেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আর্শেদ সিকদারের জানাযা ও দাফন সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, টিয়াখালী ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান সুজন মোল্লা প্রমুখ।