আপন নিউজ অফিস।। বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও তাঁর পরিবারের সকল সদস্যদের আশু রোগমুক্তি কামনায় কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ত্রিপিটক পাঠ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে ৪ টায় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক নিউ নিউ খেইন এর আয়োজন করেন।
বিশেষ এ প্রার্থনায় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব ফকির, সাধারণ সম্পাদক মীর তারেকুজ্জামান তারা, কলাপাড়া পৌর কৃষকলীগের সভাপতি সৌরভ সিকদার, সাধারণ সম্পাদক দোলন ঢালী, মহিপুর থানা কৃষকলীগের সভাপতি সওার হাওলাদার ,সাধারণ সম্পাদক মিজান হাওলাদারসহ কৃষক লীগের নেতাকর্মীরা।
এছাড়াও কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধবিহার বড় ভান্তের উঞানত্রারা মহাথের ও উপাধ্যক্ষ উইন্দ্রবংশ ভিক্ষু সহ স্থানীয় রাখাইন সমাজপতি নরী পুরুষ উপস্থিত ছিলেন।