
আপন নিউজ রিপোর্ট।।
কলাপাড়ায় খালে জালপাতাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এসময় পাঁচ জনকে কুপিয়ে জখম করা হয়েছে
এরা হলেন, ইব্রাহিম (৩৪), রাসেল (২৫), আবুল হোসেন (২৬), জাহাঙ্গীর (২৭) ও জুবায়ের (৩০)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে এনে ভর্তি করে।
সোমবার দুপুরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড মিঠাগঞ্জ গ্রামের কাটাখালী খালে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, কাটাখালী খালে অবৈধভাবে জাল পেতে মাছ শিকার করে আসছিল। এতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর প্রতিবাদ করতে গিয়ে
স্থানীয় নুরু ইলসাম, নাজমুল হাওলাদার, ফেরদাউস হাওলাদার, আরিফ হাওলাদার সহ ৩০ /৩৫ জন আহতদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড পিটিয়ে জখম করে।
এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে তারা জানিয়েছেন