আপন নিউজ রিপোর্ট।। যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা স্বপ্নসারথী বিশিষ্ট শিল্পপতি দানবীর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলাপাড়া মঙ্গলবার বিকেলে স্বরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জানাগেছে, যমুনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি দানবীর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গত বছর ১৩ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ স্বরণ সভা হয়।
স্বরণ সভায় অতিথির বক্তব্য রাখেন কলপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার।
স্বরণ সভায় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সহসভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোহসিন পারভেজ, নেছার উদ্দিন আহমেদ টিপু, যুগান্তর পত্রিকার কলাপাড়া প্রতিনিধি অমল মুখার্জী, সাংবাদিক জীবন মন্ডল, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি ও আপন নিউজ বিডি ডটকমের নির্বাহী সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, কলাপাড়া রিপোর্টের ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মৃধা প্রমুখ।
স্বরণ সভা শেষে নুরুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি ও আপন নিউজ বিডি ডটকমের নির্বাহী সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ ও সাংবাদিক ফোরকান সিকদার।
সভায় বক্তারা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম এর কর্মময় জীবন নিয়ে আলোচনা ও তার রুহের মাগফিরাত কামনা করা করা হয়।