আপন নিউজ অফিস।। কলাপাড়ার মহিপুরে পৃথক ঘটনায় এক শ্রমিক ও এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার সন্ধায় মহিপুর থানা সড়কের বেড়িবাঁধের বাইরে থেকে শ্রমিক রনজিত (২২) ও বিপিনপুর গ্রাম থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী লিমার (১০) মরদেহ উদ্ধার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মহিপুরের মৃত প্রিতিলাল মুচির ছেলে রনজিত পারিবারিক কলহের জের ধরে তার মায়ের সাথে অভিমান করে বুধবার সন্ধায় নিজ ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন সন্ধা ৬ টায় মহিপুরের বিপিনপুর গ্রামে এনামুল হকের তৃতীয় শ্রেণিতে পড়–য়া মেয়ে লিমা ঘরের মধ্যে ওড়না নিয়ে খেলা করার সময় অসাবধানবশত গলায় ফাঁস লেগে অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।
পুলিশ কর্মকর্তা জানান, কুয়াকাটা হাসপাতাল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে বৃহস্পতিবার সকালে মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।