সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপার চিকনিকান্দী ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হত দরিদ্র মানুষের মাঝে চাল ও নগদ টাকা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ।
করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ভিজিএফ চাল বিতরণ ও টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯ টায় চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ মাঠে এসব চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ।
এ চাল বিতরণে উপস্থিত ছিলেন, টেক অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মস্তফা, ইউনিয়ন সচিব মো. মজিবর রহমান হাওলাদার, ইউপি সদস্য বিবেক দেবনাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবনী রায় প্রমুখ।
ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চিকনিকান্দী ইউনিয়নবাসীকে জানাই ঈদ মোবারক। আপনারা সকলে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলবেন।