আপন নিউজ ডেস্ক।। পটুয়াখালীতে যাত্রী সেজে মোটরসাইকেলচালক মো. ইব্রাহীম ফয়সাল (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
খুনের ঘটনায় জড়িত সন্দেহে ঝালকাঠি'র রাজাপুর থানার বেলাল হাওলাদারের ছেলে সুজন হাওলাদারকে (২২) গ্রেফতার করেন।
নিহত ইব্রাহীম ফয়সাল কলাপাড়া উপজেলার মহিপুর থানার জয়নাল আবেদীনের ছেলে। ইব্রাহীম ফয়সাল মোটরসাইকেলে যাত্রী পরিবহনের পেশায় নিয়োজিত ছিলেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে পটুয়াখালী-বরিশাল সড়কের পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের পরিত্যক্ত বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি আখতার মোর্শেদ সাংবাদিকদের বলেন, ইব্রাহীম ফয়সাল নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে। এ ঘটনায় সুজন নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কিন্তু সে উল্টাপাল্টা কথা বলছে; যা নিয়ে বিভ্রান্তি হচ্ছে। তবে আমরা এর রহস্য উদ্ঘাটনে চেষ্টা করছি।