আপন নিউজ অফিস।। কলাপাড়ায় জালাল ফকির নামে এক যুবককে আই লাভ ইউ বলায় ক্ষিপ্ত হয়ে আব্দুস সালাম হাওয়ালাদারকে ছুরিকাঘাত করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত জালাল ফকিরকে (৪০) চাকুসহ গ্রেফতার করেছে।
রোববার (১ আগস্ট) রাতে উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে এমন ঘটনা ঘটেছে।
জখম সালামকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে আসে। তার অতিরিক্ত রক্ষক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পাটুয়া গ্রামের মৃত গফুর হাওলাদারের ছেলে সালাম হাওলাদার পেশায় জেলে। রোববার রাতে বাবলাবাজারে বসে সহকর্মী জেলেদেরে সাথে কথা বলছিলো। এ সময় বাজারের কয়েক যুবক জালাল ফকিরকে ঠাট্টাচ্ছলে আই লাভ ইউ বলে।
এতে জালাল ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে মারধর করে। তাদের প্রতি ইট নিক্ষেপ করে। সালাম এ মারধর থামাতে গেলে ক্ষিপ্ত জালাল তাকেও মারধর করে জেলেদের জাল কাটার ছুরি তার পেটে ঢুকিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত জালালকে গ্রেফতার করে। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা করা হয়েছে।