আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে কলেজ ছাত্র রাকিবকে কুপিয়ে জখম এবং তার সহযোগী ইয়াকুব হাওলাদারের বাম হাতের তিন আঙুল কর্তনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে এদের গ্রেফতার করা হয়েছে।
এরা হচ্ছেন টিয়াখালী ইউনিয়নের ইউপি সদস্য খোকন প্যাদা, জাকারিয়া জাকার ও রাহাত খান।
এ ঘটনায় রাতেই কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। রবিবার দুপুরে টিয়াখালী বাজারে এ হামলার ঘটনা ঘটেছে।
আহতরা জানান, ঘটনার দিন কলাপাড়া থেকে মোটরসাইকেল যোগে ইয়াকুব ও একই গ্রামের রাকিব বাড়িতে যাচ্ছিলেন। এসময় খোকন প্যাদা ও তার বাবা ফারুক প্যাদার নেতৃত্বে ৭/৮ জন হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ইয়াকুবের হাতের তিন আঙ্গুল কর্তন করে।