
আপন নিউজ অফিসঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রয়ী নির্বাহী কমিটির সিনিয়র সহ- সভাপতি সাইদুর রহমান রিমন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে চট্রগ্রামের পটিয়া উপজেলায় দায়েরকৃত ৫০০ কোটি টাকার মানহানী মামলা প্রত্যাহারের দাবিতে সারাদেশের ন্যায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বুধবার ২৫ আগস্ট বেলা ১১ টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ন কবির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রয়ী কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুন্ডু, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকমের সম্পাদক এস এম আলমগীর হোসেন ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য ইমন আল আহসান প্রমুখ।
এ সময় কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া সাংবাদিক ক্লাব, কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।