সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দের বাস ভবনের সামনে মানুষের মল ছিটিয়ে রাখার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে অধ্যাপক সন্তোষ কুমার দে বলেন, ‘গত ২৪ আগস্ট ভোরে আমার স্ত্রী দরজা খুললে দেখতে পান ঘরের সামনে বিভিন্ন স্থানে মানুষের মল ছিটানো। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি সংঘবদ্ধ গোষ্ঠী এই কাজ করে থাকতে পারে।’
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় গত ২৪ আগস্ট রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে এই কাজের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি। অপরাধীদের গ্রেপ্তার করতে পারলেই এই ঘটনার রহস্য উন্মোচিত হবে।’