আপন নিউজ অফিস।। কুয়াকাটায় সাথী আক্তার নামে (১৬) এক কিশোরী বধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
কিশোরী সাথী আক্তার প্রেমের টানে পালিয়ে এসে বিয়ের মাত্র দু’মাসের মাথায় এ ঘটনা ঘটেছে। কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডে স্বামী জাহিদুলের (২৭) ভাড়া বাসায় সিলিং ফ্যানের রডের সাথে সাথীর ঝুলন্ত লাশ বৃহস্পতিবার রাতে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী জাহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মৃত সাথী আক্তার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের হারুন সরদারের মেয়ে।
হারুন সরদার জানান, প্রায় দুই মাস আগে সাথী পরিবারের কাউকে না জানিয়ে জাহিদুলকে বিয়ে করে সংসার শুরু করে। বিয়ের পর থেকে জাহিদুল তাকে মারধর করতো। মারা যাওয়ার আগে সাথী এসব কথা ডায়রীতে লিখে গেছেন বলেও তার বাবা দাবি করেছেন।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।