আপন নিউজ অফিসঃ কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া বিশ্বাস বাড়ীর বালির মাঠে ৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে মোহাম্মাদিয়া বাইতুল মোমিন জামে মসজিদের আনুষ্ঠানিক শুভ সুচনা করেন আপন নিউজ বিডি ডটকমের উপদেষ্টা বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।
শুক্রবার থেকে মসজিদের নির্মান কাজ শুরু হয়।
এ সময় বৃস্টির মধ্যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. রেজাউল।
মসজিদ নির্মানের সাথে জড়িতদের মাঝে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, মিজানুর রহমান এমু খাঁন, সোহরাব গাজী, মিলন মের্দা, মিলন গাজী, সবুজ প্যাদা, জহির খান, মকবেল হাং, নিজাম মের্দা, হেলাল গাজী,সাঈদ গাজী, মান্নান হাওলাদার, হাবিব প্যাদা, ফারুক মোল্রা, ছালাম খান, আলামিন সর্দার, সাব্বির গাজী, আজাদ গাজী, হাছান গাজী, বাবুল সর্দার, রাব্বি খলিফা প্রমুখ।