আমতলী প্রতিনিধ পুকুরের পানিতে ডুবে লতিফ মাতুব্বরের ৭ বছরের শিশু কন্যা রিয়ামনি মারা গেছে। ঘটনা ঘটেছে তালতলীর হাড়িপাড়া গ্রামে সোমবার সন্ধ্যায়।
জানাগেছে, উপজেলার হাড়িপাড়া গ্রামের লতিফ মাতুব্বরের সাত বছরের শিশু কন্যা সোমবার দুপুরে পুকুরে গোসল করতে যায়। ঘন্টা পেরিয়ে গেলেও গোসল শেষে ঘরে ফিরছে না রিয়ামনি। পরে মা রাজিয়া বেগম পুকুর পাড়ে শিশু রিয়ামনির পরিধানের কাপড় চোপর দেখে কিন্তু তাকে খুঁজে পায়নি। তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে পুকুরে খুঁজতে থাকে। তিন ঘন্টা চেষ্টা চালিয়ে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে। পরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ মোর্শ্বেদ আলম শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
শিশুটির নানা মোঃ হানিফ হাওলাদার বলেন, পুকুরে গোসল করতে গিয়ে আমার নাতনি রিয়ামনি পানিতে ডুবে মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ মোর্শ্বেদ আলম বলেন, শিশু রিয়ামনিতে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।