আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় মোটরসাইকেল ধাক্কায় মো.খালেদ হাওলাদার (৮০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে।
এসময় ওই বৃদ্ধ ধাক্কা দিয়ে দূরত্ব মোটরসাইকেলটি পালিয়ে যায়।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) শেষ বিকেলে উপজেলার মহিপুর ব্রিজের উপরে এই দুর্ঘটনাটি ঘটেছে।
মহিপুর ব্রিজের উপর থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।
আহত বৃদ্ধ মো.খালেদ হাওলাদারের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নে।
তার ছেলে মো.শাহপরান বলেন, আমি মহিপুর মাছের আড়তে এ কাজ করি। আমার বাবা গত ঈদের পর থেকেই আমার সাথে থাকেন।
মঙ্গলবার বিকেলে তিনি সেতুতে ঘুরতে যান।
সন্ধ্যায় খবর পাই যে আমার বাবা এক্সিডেন্ট করে কলাপাড়া হাসপাতলে আছে। হাসপাতালে এসে দেখি আমার বাবার এই অবস্থা।