চঞ্চল সাহাঃ কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মো.শামীম আহম্মেদ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে রূরাল নরিমকো পাওয়ায় কোম্পানীর সিমানা প্রাচীরের কাজ করতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
এসময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শামীম আহম্মেদের বাড়ী ভোলার বোরহানউদ্দিন উপজেলার রাম কেশব গ্রামে। সে ওই গ্রামের মো.শফিকুল ইসলামের ছেলে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জাকির হোসেন জানান, লাশটি হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউ,ডি মামলা দায়ের করা হয়েছে।