আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়া থানার এসআই মো. মাসুম সরদার জেলা শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম এর হাত থেকে জেলা শ্রেষ্ঠ এস আই সম্মাননা প্রশংসাপত্র গ্রহণ করেন কলাপাড়া থানার ক্লিন ইমেজের এস আই মো. মাসুম সরদার।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পলাতক আসামিদের গ্রেফতার, মাদকসহ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হন।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তাকে প্রদান করা হয়েছে সম্মাননা প্রশংসাপত্র।
এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম ও কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান সহ জেলার বিভিন্ন উপজেলার অফিসার-ইনচার্জ গন উপস্থিত ছিলেন।