আমতলী প্রতিনিধিঃ জাল তুলতে গিয়ে বজ্রপাতে মোঃ আনোয়ার হোসেন মৃধা নামের এক জেলে নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার সকালে তালতলী উপজেলার হুলাটানা গ্রামে।
জানাগেছে, উপজেলার হুলাটানা গ্রামের মোঃ আনোয়ার হোসেন মৃধা (৪৫) বুছনা জাল ফেলে জীবিকা নির্বাহ করে আসছে। শনিবার সকালে ওই জাল তুলতে বাড়ীর উত্তর পাশে ডাঙ্গায় যায়। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। তার বাড়ী ফিরতে বিলম্ব হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তারা ডাঙ্গায় গিয়ে তার ঝলসানো মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের বাবা কামাল মৃধা কান্নাজনিত কন্ঠে বলেন, আমার ছেলে আনোয়ার বুছনা জাল তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে।
তালতলী থানায় ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন বলেন, বজ্রপাতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা দেয়া হবে।।