বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ ২৪সেপ্টেম্বর রাত সাতটায় কলাপাড়া প্রেসক্লাবে হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্নরন সভা অনুষ্ঠিত হয়েছে।
কলাপাড়া প্রেসক্লাব সাবেক সহ-সভাপতি, উপদেষ্টা, গণমাধ্যম কর্মী দের আপন জন, দানবীর মরহুম মোজাহার উদ্দিন বিশ্বাসের পুত্র রফিক বিশ্বাসর দ্বিতীয় প্রয়ান দিবসের স্নরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক রফিক বিশ্বাস, ভাইয়ের ছেলে, ধানখালী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগের কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ডঃ শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক দৈনিক সমকাল সাংবাদিক এস এম মোশাররফ হোসেন মিন্টু’র উপস্থাপনায় ২৪সেপ্টেম্বর শুক্রবার কলাপাড়া প্রেসক্লাব এর নবনির্মিত ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত স্নরন সভার শুরুতে মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সকলের প্রিয় মরহুম রফিক বিশ্বাসের অতীত স্মৃতি রোমন্হন করে স্মৃতিচারণ করেন আলোচকগন।
সাংবাদিক রফিক বিশ্বাস জান্নাতবাসী হোক এ কামনা করে স্নরন সভায় বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ সভাপতি, মরহুমের ছোট ভাই প্রুবীন সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সহ-সাধারন সম্পাদক জীবন কুমার মন্ডল, সাবেক সহ-সভাপতি মোঃ এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, সদস্য আ্যাড,গোফরান বিশ্বাস পলাশ এবং স্নরন সভার প্রধান অতিথি ডঃ শহিদুল ইসলাম বিশ্বাস ও সভার সভাপতি হুমায়ুন কবির।
এ সময়ে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাব সাবেক সহ-সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর সাংবাদিক অমল মুখার্জী, অর্থ সম্পাদক মো,শরিফুল হক শাহীন, দপ্তর সম্পাদক ৭১টিভির মিলন কর্মকার রাজু, হাফিজুর রহমান ও কলাপাড়া প্রেসক্লাব অফিস সহকারী মামুন খান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply