বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় খাল দখল করো তোলা দুইটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে জেলা প্রশাসনের নিয়োগ প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ কলাপাড়া থানা পুলিশ উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, স্থানীয় ভূমি অফিস থেকে আমরা নদীর সীমানা চিহ্নিত করে দিচ্ছি, অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।
জগৎবন্ধু মন্ডল আরও জানান, আজ শহরের আবু সালেহ নামে একজনের বহুতল ভবনের
ছয় ফুট এবং মেহেরুন্নেছা নামে অপর একজনের চার ফুট খালের মধ্যে পড়ায় তাদের বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দেয়া হয়েছে। এ অভিযান চরিচালনায় ৭৬টি কেস নথি রয়েছে। গত বছর ২০/২৫টি ভেঙ্গে দেয়া হয়েছিল। বাকী গুলো এবছর পর্যায় ক্রমে ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছে জেলা প্রশাসন।
কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার গণমাধ্যমকে জানান, পৌরসভা থেকে যে নকশা দেয়া হয়েছে তা যথাযথ ভাবে মানা হয়নি এই ভবন দু’টি নির্মাণে।