আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় এস এস সি-৯৯ ব্যাচের সামাজিক সংগঠন গৌরবোজ্জ্বল-৯৯ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন বাজারের অস্থায়ী কার্যালয়ে তিন দিন ব্যাপী আলোকসজ্জায় সজ্জিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গৌরবোজ্জ্বল ৯৯ প্রধান সমন্বয়কারি মিঠুন পাল।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও নৌশভোজের আয়োজন করা হয়। এবারই প্রথমবার গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে তাদেরকে অতিথি হিসেবে আমন্ত্রিত করা হয়েছে।