প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২০, ৬:৪৯ অপরাহ্ণ
কলাপাড়ার খোকনকে খুঁজছে পুলিশ

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়া পৌর শহরের মেসার্স সেলিম কনফেকশনারী দোকানের কর্মচারী খোকন হাওলাদার (৩০) নামের এক কর্মচারী দুই লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গেছে।
সে উপজেলার পুরাতন মহিপুরের মনোহরপুর বড়ইতলা এলাকার রতি কান্ত হাওলাদারের ছেলে।
গত রবিবার (২৬ জানুয়ারি) দুই লক্ষ টাকা ও দোকান থেকে মালামাল ডেলিভারী দেওয়ার জন্য বাবলাতলা বাজার ও চাপলীবাজারে গিয়ে যায়। এবং তিনি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর সোমবার (২৭ জানুয়ারী) কলাপাড়া থানায় জিডি করেন সেলিম হাওলাদার। জিডি নং-১১৫৪।
মেসার্স সেলিম কনফেকশনারী দোকানের মালিক সেলিম হাওলাদার বলেন, খোকন পাঁচ বছর যাবত দোকানে কাজ করে আসছিল।
রবিবার দোকান থেকে টাকা ও মালামাল ডেলিভারীর কথা বলে চলে যায় এবং সে আর আসে নাই। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে কলাপাড়া থানায় জিডি করি।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খোকনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে। তাকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.