আমতলী প্রতিনিধিঃ আমতলীতে ২’শ ৫০ গ্রাম গাজাসহ সবুজ হাওলাদার নামের এক মাদক বিক্রেতাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পৌর শহরের বাসুগী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের আব্দুর রহিম হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই আব্দুল হাই পৌর শহরের বাসুগী গ্রাম থেকে বিক্রিরত অবস্থায় সবুজ হাওলাদারকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশী করে দুই’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, দুই’শ ৫০ গ্রাম গাঁজাসহ সবুজ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।