আপন নিউজ অফিসঃ খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ববিবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহন চলে।
এতে ৬৭ ভোট পেয়ে আলহাজ্ব মো. আব্দুল সালাম হাওলাদার সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী মো.ফজলুল হক মৃধা ৪০ ভোট পেয়েছেন।
সাধারন সম্পাদক পদে জমিস পারভেজ ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী মাসুদ খান বকু ৪৮ ভোট পেয়েছেন।
সভাপতি পদে তিন জন ও সাধারন সম্পদক পদে তিনজন প্রতিদ্বন্দীতা করেছে।
এছাড়া সহ-সভাপতি পদে সরদার মো. মোস্তফা আহম্মেদ ও পরিচালক পদে মো. নুরুল আমিন, মো.মুনসুর, মো. জসিম উদ্দিন, মো.আলমগীর হোসেন, মো.আনিচুর রহমান ও মো. মনিরুজ্জামান মনির বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।
খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন কমিটি প্রধান উপজেলা সমবায় কর্মকর্তা মো.ফরিদ আহম্মেদ বলেন, তিন বছরের জন্য খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন রোববার সকাল ১০ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, এ সমিতিতে মোট ১১৮ জন সদস্য। এর মধ্যে ১১৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তবে সভাপতি পদে ১ টি ও সাধারন সম্পাদক পদে ১টি ভোট বতিল হয়েছে।