আপন নিউজ, বিশেষ প্রতিবেদকঃ কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে দিনে-রাতে সমানে চলছে বালু উত্তোলন। সৈকতের বেলাভূমে পুকুরের মতো গভীর করে বালু উত্তোলনের ফলে সৈকতের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। গেছে উঁচু-নিচু হয়ে। আগত পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছেন না। সাগরের উত্তাল ঢেউ প্রতিরোধে দেয়া জিও টিউব ও জিও ব্যাগ দেয়া লেভেল থেকে সৈকতের বেলাভূমি অনেকটা নিচু হয়ে গেছে। নদীর পাড়ের মতো হয়ে গেছে। জোয়ারের সময় ওয়াকিং জোন থাকছে না। লাগাতার ফ্রী-স্টাইলে সৈকতের বালু কাটায় সৌন্দর্যমন্ডিত কুয়াকাটা সৈকত শ্রী হারা হয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করলে দুই চারদিন বালু কাটা বন্ধ থাকে। এরপর আবার লোকাল ড্রেজার দিয়ে বালু কাটা হয়।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব জানান,যথাযথ ব্যবস্থাপনার অভাবে কুয়াকাটা সৈকতে যে যার মতো করে বালু উত্তোলন করছে। সৈকত এবং সৈকতের সৌন্দর্য রক্ষায় সুষ্ঠু ব্যবস্থাপনার দরকার। কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, তিনি বিষয় টি গুরুত্বের সঙ্গে দেখবেন।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় উদ্যোগ নিবেন বলে তিনি জানিয়েছেন।