চঞ্চল সাহাঃ কুয়াকাটায় মোসা. বুশরা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে কুয়াকাটার খাজুরা গ্রামে নিহতের স্বামীর বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বুশরার স্বামী মো.ইয়াকুব খন্দকারকে আটক করেছে। মহিপুর থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামের আবদুল সোবাহান শরীফের মেয়ে বুশরার সাথে ২০১৮ সালে বিবাহ হয় কুয়াকাটার খাজুরা গ্রামের নূরমোহাম্মদ খন্দকার’র ছেলে মো.ইয়াকুব খন্দকারের। বিয়ের পর থেকে তাদের পরিবারে শান্তির নিশানা ছিল না। বিভিন্ন অজুহাতে বুশরাকে চালানো হত অমানবিক নির্যতন। ঘটনার দিনও তাকে মারধর করা হয়। দুঃখে ক্ষোভে সে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
কুয়াকাটা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.হাবিব শরীফ জানান, ঘটনা শুনে ওই বাড়ীতে গিয়ে লাশটি মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়েছেন।
কলাপাড়া উপজেলার মহিপুর থানর ওসি খন্দকার মো. আবুল খায়ের বলেন’ লাশটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত রিপোর্টের ভিত্তিতে এর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।