সঞ্জিব দাস, গলাচিপাঃ ‘বাংলার মেহনতি মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও’- এ শ্লোগানকে সামনে রেখে গলাচিপায় উৎসবমুখর পরিবেশে ৫২তম জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে দলীয় নেতৃবৃন্দ কেক কাটেন। এর আগে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক লীগ`র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম শাহজাদা মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী-৩। বিশেষ অতিথি
মু: সাহিন শাহ চেয়ারম্যান উপজেলা পরিষদ,
অধ্যাপক সন্তোষ দে সভাপতি গলাচিপা উপজেলা আওয়ামী লীগ।বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সাধারণ সম্পাদক গলাচিপা উপজেলা আওয়ামী লীগ।
প্রধান বক্তা মিজানুর রহমান (মিজান) সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শাখা। সভা-পরিচালনা করেন মো: আল আমিন হোসেন সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ গলাচিপা উপজেলা শাখা। উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহম্মেদ আসিফ, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. আবু সালেহ্ মুসল্লি, সাধারণ সম্পাদক মো. শাকিল মোশারেফ প্রমুখ।