প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২০, ১০:৫০ অপরাহ্ণ
শহীদ আলাউদ্দিন’র স্মরণে হাজীপুরে র্যালী ও স্মরণ সভা

আপন নিউজ রিপোর্টঃ
বাঙ্গালীর স্বাধীকার আন্দোলন ও উনসত্তরের গণ অভ্যুত্থানে দক্ষিণ বঙ্গের প্রথম শহীদ কলাপাড়ার কৃতি সন্তান কিশোর শহীদ আলাউদ্দিন’র স্মরণে হাজীপুরে শোক র্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুরে শহীদের সমাধি স্থলে আলোকিত নীলগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে মঙ্গলবার (২৮ জানুয়ারী) শোক র্যলি, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ জালাল মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ কামরুল ইসলাম টুকু। উক্ত সভার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলোকিত নীলগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন এর মহা পরিচালক মোঃ নাঈমূর রহমান রনি। এসময় বক্তারা সরকারের কাছে কয়েকটি দাবী তুলে ধরেন, শহীদ আলাউদ্দিন খানের সৃতিচারণে নীলগঞ্জ ইউনিয়নের সকল বিদ্যালয়ে ফেস্টুন আকাঁরে করা, হাজীপুর বাজারে সৃতি সংসদ সহ শহীদ স্থম্ভ তৈরি করা, হাজীপুর বাজার থেকে শহীদ আলাউদ্দিন খানের সমাধি দেঁড় কিলোমিটার দূরত্বের রাস্তা পাকাঁ করা, শহীদ আলাউদ্দিন খানের নামে নীলগঞ্জে একটি কলেজ স্থাপনা করার বিষয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভার শেষে দোয়া মোনাজাত এর মাধ্যমে শহীদের রুহের মাগফেরাত কামনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.