চঞ্চল সাহা, আপন নিউজঃ কুয়াকাটায় আর্ন্তজাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষ্যে কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদী এবং ইলিশের অভয়ারন্য রক্ষার দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। রবিবার বেলা ১১ টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় ওয়াটার কিপার ও বাপা’র উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শাহাদাৎ হোসেন বিশ্বাস, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক মো.মিজানুর রহমান, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোশিয়েসনের সভাপতি একে, এম বাচ্চু প্রমূখ। বক্তারা নদী,পরিবেশ ও ইলিশের অভয়ারন্য রক্ষায় বিভিন্ন যুক্তি উপস্থাপন করে তাদের বক্তব্য তুলে ধরেন।