আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বেসরকারী সংস্থা জাগো নারী’র আয়োজনে করোনা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয় করোনা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাগোনারী সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, প্রজেক্ট অফিসার মো. মাহমুদুল হাসান ও ভলান্টিয়ার রাফায়েত আহসান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিপি টিম লিডার আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মৃধা, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক নুরুল আমিন, সদস্য মো. জুলহাস মোল্লা, মাইনুদ্দিন আল আতিক ও উম্মুক্ত আলোচনা করেন অংশগ্রহণকারী ব্যক্তি বৃন্দ।
এসময় করোনা ভাইরাস কী, করোনা ভাইরাস কিভাবে ছড়ায়, করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ বা উপসর্গগুলো কী, করোনা ভাইরাসের লক্ষণ বা উপসর্গ দেখা দিলে কি করবে, সামাজিক দূরত্ব কি ও কেন দরকার, করোনা ভাইরাস প্রতিরোধে কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।