প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২০, ৫:৫৭ অপরাহ্ণ
কলাপাড়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থীর সন্ধান দাবি করে শিক্ষার্থীদের মানববন্ধন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় অপহৃত এসএসসি পরিক্ষার্থী মোসা. এ্যানি আক্তারের সন্ধানর দাবি করে মানববন্ধন করেছে লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন সমাবেশে অপহৃত শিক্ষার্থীর সন্ধান দাবি ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা, ইউপি মেম্বার রাসেল মৃধা, দশম শ্রেনীর শিক্ষার্থী তানজিলা, কবিতা ও স্থানীয় আহসান দুয়ারী।
এরআগে অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা বাদী হয়ে ২৪ জানুয়ারি কলাপাড়া থানায় ৮ জনের নামে একটি অপহরণ মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক শওকত জাহান জানান, ইতোমধ্যে মামলার এজাহার ভুক্ত আসামী কবির মুন্সী (৩৫) ও আব্বাস মীরা (৩০) কে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।
কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। দুই আসামী গ্রেফতারের পর এজাহারভুক্ত অপর আসামীদের গ্রেফতার সহ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.