আপন প্রতিবেদন, আমতলীঃ নিখোঁজের ১৫ ঘন্টা পরে খাল থেকে রাখাইন বুদাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশে পাড়া এলাকার খাল থেকে তার মর দহ উদ্ধার করা হয়। মি. বুদাই ওই গ্রামের নোচামং রাখাইনের ছেলে।
জানাগেছে, উপজেলার নামিশেপাড়া গ্রামের নোচামং রাখাইনের ছেলে মি. বুদাই রাখাইন বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে বাড়ীর পাশের খালে মাছ শিকার করতে যান। এরপর থেকে তিনি বাড়ীতে ফিরে আসেননি। তাকে না পেয়ে তার স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। শুক্রবার সকাল ৮ টার দিকে স্থানীয়রা মিলে খালে তাঁকে খুজতে থাকেন। এ সময় খালের ভিতরে ঝাউলের মধ্যে তার হাতে জাল পেচানো অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে তারা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত চিহৃ রয়েছে।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরও বলেন পরিবার দাবী করেন বুদাই দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগতেছিলেন। ধারনা করা হচ্ছে মাছ শিকার করতে গিয়ে তিনি অসুস্থ্য হয়ে মারা গেছেন।