প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২০, ৬:২২ অপরাহ্ণ
কলাপাড়ার লালুয়ায় অশ্লীল যাত্রাপালা নিয়ে গুজব; চলছে মুসলিমদের মধ্যে ক্ষোভ

মোস্তিফিজুর রহমানঃ
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের একটি মহল অশ্লীল যাত্রাপালা আনার গুজর তুললে স্থানীয় মুসলিম জনতা ক্ষোভে জড়াত।
গত শুক্রবার রহিম উদ্দীন জামে মসজিদে,পুর্ব মুন্সিপাড়া জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে যাত্রাসহ মাদক বিরোধী আলোচনা হয়।
এবং নামাজ শেষে মুসল্লিরা মসজিদ মাঠে সভা করেন।
তার জন্য স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসন কাছে দাবি জানান জাতে করে উক্ত মহল কোনভাবেই যেন যাত্রাপালার অনুমতি না পায়। লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিশ্বাস বলেন, এ ব্যাপারে আমি অবগত নয়, এছাড়া আমার ইউনিয়নে যাত্রা করার প্রশ্নই আসেনা।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.