আপন নিউজ অফিসঃ জলবায়ু বিপর্যয়ের কবল থেকে উপকূল ও সংরক্ষিত বনা ল সুরক্ষা, পরিবেশ এবং জনবান্ধব টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘উঠান বৈঠক’ হয়েছে। রবিবার সকাল ১০টায় গঙ্গামতি চরঞ্চলে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দালন বাপা এবং ওয়াটার কিপার্স বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি মেম্বার মোস্তফা বেপারী।
বিষয় ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কলাপাড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু।
অন্যান্যের মধ্যে গণমাধ্যম কর্মী সগির হোসেন, সমাজ উন্নয়ন কর্মী মোঃ আল ইমরান, রাকায়েত আহসান, মোঃ নজরুল ইসলাম, সাবেক মেম্বার নয়া মিয়া, স্থানীয় বাসিন্দা নাসির খন্দকার, জালাল উদ্দিন প্রমুখ আলোচনা করেন।
বক্তারা গঙ্গামতি এলাকায় প্লাস্টিক-পলিথিন বর্জ্য যত্রতত্র না ফেলার জন্য নিজেদের উদ্যোগে ডাস্টবিন ব্যবহারের প্রতিশ্রুতি দেন।