সজন মৃধাঃ কলাপাড়া পৌরসভা এলাকায় পানি,পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যবিধি সহ ওয়াশ উদোক্তাদের দূর্যোগ সহনশীল (প্রতিবন্ধি বান্ধব) পণ্য উৎপাদন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া পৌরসভার হলরুমে রবিবার সকালে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি/আশা) নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ প্রকল্পের আওতায় কলাপাড়া পৌরসভা এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে উদ্যোক্তা তৈরীর মাধ্যমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে নারী, শিশু, কিশোর-কিশোরী ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির ওয়াশ বিষয়ে টেকসই উন্নয়নের জন্য কাজ করছে। দূর্যোগ সহনশীল (প্রতিবন্ধি বান্ধব) পণ্য উৎপাদন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করেন, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ট্রেনিং অফিসার মো. আ. কুদ্দুস সরকার।
প্রশিক্ষণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলাপাড়া পৌরসভার সচিব মো.হুমায়ুন কবির। সমাপনী বক্তব্য রাখেন, আশা কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো.ফারুক হোসেন। প্রশিক্ষণে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ জান্নাতুল নাঈম, স্যানিটারী উদ্যোক্তা মো. মনির আহমেদ, মো.বশার, মো.সাগর, স্যানিটারী ন্যাপকিন উদ্যোক্তা ইসরাত জাহান পাপড়ি, গৃহ বর্জ্য সংগ্রহকারী উদ্যোক্তা মোছাঃ মুন্নি আক্তার প্রমুখ।
উদ্যোক্তারা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে আমারা দূর্যোগ সহনশীল পণ্য উৎপাদন সম্পর্কে জানতে পারি এবং প্রতিবন্ধি ব্যক্তিদের বিভিন্ন ধরনের টয়লেট তৈরির কৌশল জানতে পারি।এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে পণ্য উৎপাদন ও সেবা বিষয় দক্ষতা বৃদ্ধিতে আমাদের কাজে লাগবে।