আপন নিউজ অফিসঃ কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের রজপাড়া নামক স্থানে মোটরসাইকেল, অটোবাইক ও মাইক্রোবাসের সংঘর্ষে পথচারী রহমতুল্লাহ (১১) নামের এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। সে মাদ্রাসা থেকে মক্তব পড়ে বাসায় যাবার পথে এই দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে দূর্ঘটনাটি ঘটে। এছাড়া আহত হয়েছে মোটর সাইকেল চালক মিরাজ মল্লিক, অটোচালক ইমরান মৃধা, মাইক্রোযাত্রী শাকীব রেদোয়ান। মোটরসাইকেল যোগে যাত্রীসহ সংযোগ সড়ক থেকে মূল সড়কে উঠতে গেলে এ দূর্ঘটনা ঘটে। দ্রুত আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে রহমতুল্লাহ মারা যায়।
কলাপাড়া থানার ওসি জসীম জানান, দুর্ঘটনার খবর শুনেছি, খবর নিয়েছি, তবে এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ আসেনি।