মোয়াজ্জেম হোসেনঃ কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের-২০২১ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো.আশ্রাফ আলী হাওলাদার, কাঁঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন এবং সহ-সভাপতি আবদুর রশিদ মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীরা।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার। এরপর মানপত্র পাঠ, মাল্যদান, মাল্যদানের গান সহ বিদায়ী সঙ্গীত পরিবেশন করায় অনুষ্ঠান কক্ষ আবেগময় হয়ে ওঠে। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের উপহার প্রদান করা হয়।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং অতিথিদের বক্তব্য শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো.নেছার উদ্দিন।