আমতলী প্রতিনিধিঃ আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ সংবর্ধনা দেয়া হয়।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নাশির উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এম এ হান্নান, সহকারী শিক্ষক মোঃ আলতাফ হোসেন, মোঃ নুরুল ইসলাম কাওসার, সুলতান মাহমুদ, সবিতা রানী, শিক্ষার্থী মাসফি হাসান আলভি ও খাদিজা আক্তার। সভায় ১৫০ জন এসএসসি পরীক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।